হায়দরাবাদ:  এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীকে তাঁর মা বকাবকি করেছিলেন। বৃহস্পতিবার সেই পড়ুয়া ইন্সটাগ্রামে বিশাল একটি পোস্ট লিখে আত্মহত্যা করলেন। মেয়েটি তাঁর শেষ পোস্টে লিখেছেন "afraid to be happy" (আনন্দে থাকতেও এখন ভয় হয়)। সি মৌনিকা নামের ২১ বছরের ছাত্রীটি ঘটনার সময় বাড়িতে একলা ছিলেন। হায়দরাবাদের শহর থেকে বেশ কিছুটা দূরে মৌনিকার বাড়ি। সেখানেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মেয়েটি তাঁর পোস্টে লেখেন, আমি এখন সুখী থাকতে ভয় পাই। তাঁর মনে হয়েছে, মানুষ তাঁকে সুখী দেখতে পছন্দ করেন না। আমার  জীবনের প্রতিটি মুহূর্ত যেকোনও কারণেই হোক দূর্বিষহ হয়ে উঠেছে, পোস্টে লেখেন মেয়েটি। বি.টেক-এর ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন মৌনিকা। হায়দরাবাদের এক প্রান্তে যখন এই তরুণী ইন্সটাগ্রামে পোস্ট লিখে জীবন থেকে বিদায় নিচ্ছেন, তখন ওই একই শহরের অপর প্রান্তে আর এক তরুণ ফাইনাল ভিডিও রেকর্ড করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সেই ভিডিওয়ে তিনি দাবি করেছেন, পরিবারের কয়েকজন সদস্যরা তাঁর ওপর টাকার দাবিতে কার্যত নির্যাতন চালিয়েছেন।সেই জন্যেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। শাহেদ হুসেন নামের ওই ব্যক্তি নিজের স্টোরের ভেতর আত্মহত্যা করেছেন।