হায়দরাবাদ:  পণের বলি এবার সেনাবাহিনীর এক মেজরের স্ত্রী। পেশায় রেডিও জকি সন্ধ্যা সিংহ নিজেদের বাড়িতেই আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। পণের জন্য দিনের পর দিন নিগ্রহ সহ্য করতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি পাঁচদিন আগে ঘটলেও প্রকাশ্যে আসে গতকাল।
নিহত সন্ধ্যা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। তিনি মেজর বিশাল বৈভবের প্রেমে পড়েছিলেন। বছর দেড়েক আগে তাঁদের বিয়ে হয়। বিশাল বর্তমানে সেকেন্দ্রাবাদে সেনার ৫৪তম ইনফ্যান্ট্রি ডিভিশনে মোতায়েন।
গত বুধবার সকালে হায়দরাবাদের আরএসআই ক্লাবের কাছে নিজের বাড়িতে স্ত্রী সন্ধ্যাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বিশাল। এ ব্যাপারে পুলিশে খবর দেওয়া হয়। সেইসঙ্গে জানানো হয় সন্ধ্যার পরিবারের লোকজনকে। সন্ধ্যা কোনও সুইসাইউ নোট রেখে যাননি।  পরে সন্ধ্যার বোন উমা সিংহের অভিযোগের ভিত্তিতে বোলারাম থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০৪-বি ধারায় পণ জনিত কারণে মৃত্যুর মামলা দায়ের করে।
থানায় সন্ধ্যার বোনের অভিযোগ, বিয়ের সময় তাঁরা কোনও পণ দেননি। কিন্তু তারপর থেকেই বিশাল ও তাঁর পরিবারের সদস্যরা পণের জন্য সন্ধ্যাকে নিগ্রহ করতে শুরু করে। বোলারাম থানার সাব-ইন্সপেক্টর এ কথা জানিয়েছেন।
পুলিশ কিন্তু অভিযুক্ত বিশালকে হেফাজতে পায়নি। কারণ, অভিযুক্ত বুকে ব্যাথা ও লো ব্লাড প্রেসারের কারণে সেকেন্দ্রাবাদে সেনা হাসপাতালে চিকিত্সাধীন বলে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি স্থানীয় আদালতকে জানিয়েছে।