হায়দরাবাদ: স্বামীর ফোনে অপরিচিত এক মহিলার ফোন আসা নিয়ে সন্দেহের জেরে স্বামীকে জীবন্ত জ্বালিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। বেঁচে রইল ওই মহিলার এক মানসিক অসুস্থ মেয়ে ও কয়েকদিন আগে জন্ম নেওয়া এক পুত্র সন্তান। ঘটনাটি ঘটেছে ভিখারাবদ জেলার আঙ্গাদি ছিতামপল্লী গ্রামের পুদুর মণ্ডলে।
মৃত স্বামী-স্ত্রী দুজনেই ছিলেন পেশায় নির্মাণকর্মী। ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন কাজ সেরে মদ্যপ অবস্থায় বাড়ি এসে ঘুমিয়ে পড়েন ৪৫ বছরের বর্লাপল্লী জনগাইয়া। হঠাত্ বর্লাপল্লীর ফোনে ফোন আসে এক অপরিচিত মহিলার। ঘর থেকে উঠে গিয়ে সেই মহিলার সঙ্গে একান্তে কথা বলেন বর্লাপল্লী। সন্দেহ হওয়ায় সাবিত্রী বর্লাপল্লীকে ফোনের বিষয় জিজ্ঞেস করেন। সাবিত্রীর কথার কোনও সঠিক জবাব না দিয়ে কথা এড়িয়ে যান বর্লাপল্লী। তারপর তিনি গিয়ে ঘুমিয়ে পড়েন। রাগের মাথায় ঘুমন্ত অবস্থায় স্বামীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন সাবিত্রী। তারপর স্বামীর মৃত্যু হয়েছে ভেবে সেই আগুনেই ঝাঁপ দেন সাবিত্রী। একবছর আগে দুজনের বিয়ে হয়েছিল। তবে দুজনেরই এটা তৃতীয় বিয়ে।
মৃত বর্লাপল্লীর আগের দুপক্ষের স্ত্রীরই শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছিল। পরে তিনি তাঁরই পাশের গ্রামের বাসিন্দা যাঁর আগে দুবার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে সেই সাবিত্রীকে বিয়ে করেন। সাবিত্রীর দ্বিতীয় বিয়ে থেকে একটি মানসিকভাবে অসুস্থ মেয়ে রয়েছে। দিন কয়েক আগে একটি পুত্র সন্তানেরও জন্ম দেন সাবিত্রী। আগুন লাগানোর সময় সাবিত্রী তাঁর মেয়েকে অন্য ঘরে বন্ধ করে রেখেছিলেন। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বর্লাপল্লীর ভাই। তবে চিকিত্সা চলাকালেই মৃত্যু হয় দুজনের। ময়নাতদন্তের পর দুজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
অপরিচিত মহিলার ফোন, সন্দেহের জেরে স্বামীকে জীবন্ত জ্বালিয়ে, আত্মহত্যা স্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2017 12:37 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -