১৫ আগস্ট ফোনে তালাক দিয়েছে ৬০ বছর বয়সি ওমানি স্বামী! সুষমার দ্বারস্থ হায়দরাবাদের তরুণী
Web Desk, ABP Ananda | 26 Dec 2017 09:44 PM (IST)
প্রতীকী চিত্র
হায়দরাবাদ: ফোনে ৬০ বছর বয়সি ওমানি স্বামী ডিভোর্স দিয়েছেন বলে সুষমা স্বরাজের কাছে অভিযোগ জানিয়ে প্রতিকার চাইলেন হায়দারাবাদের ৩১ বছরের যুবতী। ২০০৮ সালের আগস্টে ওমানের ওই ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয় বলে জানিয়েছেন এখানকার পাহাদিশরিফ এলাকার বাসিন্দা ওই মহিলা। বিদেশমন্ত্রীকে চিঠিতে তিনি লিখেছেন, বিয়ের পর থেকে প্রতি মাসে নিয়মিত উনি ভরণপোষণ বাবদ টাকা পাঠাতেন, ওমানে নিয়ে যাওয়ার আশ্বাসও দিতেন। কিন্তু তা হয়নি। আমায় হায়দরাবাদে বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও পূরণ করেননি। যদিও বিয়ের পর থেকে বছরে একবার হায়দরাবাদে তাঁকে স্বামী দেখতে আসতেন। মহিলা বলেছেন, এ বছর ১৫ আগস্ট স্বামী ফোনে আমায় তালাক ঘোষণা করেন কোনও আগাম নোটিস ছাড়াই, ইসলামি আইনে প্রচলিত প্রয়োজনীয় প্রক্রিয়া না মেনেই। আমাকে, আমার বৃদ্ধ মাকে দেখাশোনার কেউ নেই। কোনও বৈধ তালাক সার্টিফিকেটও পাইনি। সুষমাকে ওই মহিলা লিখেছেন, আপনাকে অনুরোধ, মাস্কাটে ভারতীয় দূতাবাসকে বলুন এই ওমানি শেখের ব্যাপারে খোঁজখবর করতে, আমার সমস্যা মিটিয়ে দিন। তেলঙ্গানা সরকারকেও একই আবেদন করছি। যদিও স্থানীয় থানার তরফে ওই মহিলার পক্ষ থেকে কোনও অভিযোগ আসেনি বলে জানানো হয়েছে।