হায়দরাবাদ: ডেঙ্গিতে মারা গিয়েছে ১০ বছরের ছেলে। তার মৃতদেহ আঁকড়ে রাস্তায় রাতটা কাটাতে বাধ্য হলেন ঈশ্বরাম্মা নামে হায়দরাবাদের এক মহিলা। আকাশ ভেঙে তখন নেমেছে বৃষ্টি। দুই ছেলেকে নিয়ে ঈশ্বরাম্মা থাকতেন হায়দরাবাদের কুকাটপল্লীর ভেঙ্কটেশ্বর নগরে, ভাড়া বাড়িতে। বড় ছেলে সুরেশ ডেঙ্গিতে ভুগছিল, ভর্তি ছিল সরকারি নিলুফার হাসপাতালে। সেখানেই বুধবার সন্ধেয় তার মৃত্যু হয়। ছেলের দেহ নিয়ে বাড়ি ফেরেন মা। কিন্তু বাড়িওয়ালা জগদীশ গুপ্ত দেহ বাড়িতে ঢুকতে দেননি। তাঁর যুক্তি, অল্পদিন আগে তিনি মেয়ের বিয়ে দিয়েছেন, মৃতদেহ ঢোকানো হলে বাড়ি অপবিত্র হবে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে মা ও দুই ছেলেকে বার করে দেন তিনি। পাড়ার লোকেরা অবশ্য এসে দাঁড়ান ঈশ্বরাম্মার পাশে। ত্রিপল টাঙিয়ে মাথার ওপর আচ্ছাদনের ব্যবস্থা করেন, শেষকৃত্যর জন্য জোগাড় করেন অর্থ। সুরেশের দেহ রাখার জন্য কফিনও নিয়ে আসেন তাঁরা।