হায়দরাবাদে একই কিশোরীকে পৃথক ধর্ষণে গ্রেফতার দুই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2017 05:44 PM (IST)
হায়দরাবাদ: হায়দরাবাদে একই কিশোরীকে দুজায়গায় আলাদা আলাদাভাবে ধর্ষণ করার দায়ে গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। অভিযুক্ত দুই ব্যক্তির নাম জাহাঙ্গির খান এবং মহম্মদ ওসমান। দুজনকেই গ্রেফতার করেছে মীরপেট থানার পুলিশ। পকস আইন ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত ঘটনার সূত্রপাত ন’মাস আগে। মহম্মদ ওসমান কর্ণাটকের হামনাবাদের বাসিন্দা। কয়েক বছর আগে সে কর্মসূত্রে হায়দরাবাদে আসে।জাহাঙ্গিরের ঝালাইয়ের দোকানে কাজে যোগ দেয় সে। তারপর জাহাঙ্গিরের বাড়িতেই থাকা শুরু করে ওসমান। ওই এলাকাতেই থাকত কিশোরী। তার সঙ্গে ওসমানের প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে সেটা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। এদিকে এরপর বিষয়টি জেনে গিয়ে জাহাঙ্গির আবার মেয়েটিকে ব্ল্যাকমেল করা শুরু করে। তাকে বলা হয়, তার কাছে ওসমানের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে। যদি সে তার সঙ্গে সহবাস না করে, তাহলে সে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এরপর মেয়েটি জাহাঙ্গিরের সঙ্গে দেখা করে একটি হোটেলে। তখনও মেয়েটিকে ধর্ষণ করার পর ফের আর একদিন দেখা করতে বলে জাহাঙ্গির। এরপরই মেয়েটি তার পরিবারকে জানিয়ে দেয়। তারা পুলিশে অভিযোগ দায়ের করে। পরে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকেই।