নয়াদিল্লি: এবারের ২৯ জানুয়ারি বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান থেকে বাদ পড়ল মহাত্মা গাঁধীর প্রিয় গান ‘অ্যাবাইড উইথ মি।’ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনই খবর। ১৯৫০ সাল থেকে প্রতি বছর বিজয় চকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাজানো হয়ে আসছিল এই গানটি। কিন্তু এবার সেই নিয়মে ছেদ পড়তে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রতি বছরই বিটিং দ্য রিট্রিটের গানগুলি খতিয়ে দেখা হয়। নতুন গান যুক্ত করার চেষ্টা থাকে। যত বেশি সম্ভব ভারতীয় গান যুক্ত করার চেষ্টা করা হয়। এবার অ্যাবাইড উইথ মি-র বদলে বাজানো হতে পারে ভারতের জাতীয় গান বন্দে মাতরম। এই গানটিও মহাত্মা গাঁধীর প্রিয় ছিল। এবার কয়েকটি নতুন গানও বাজতে পারে। সেগুলির মধ্যে ভারতীয় গানও থাকবে।’
অন্য এক আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে ৩০ থেকে ৩৫টি গান বাজে। প্রতিবারই কোন গানগুলি বাজানো হবে, সেটা নিয়ে আলোচনা হয়। এবার ভারতীয় যন্ত্রসঙ্গীতের উপর জোর দেওয়া হয়েছে।
উনিশ শতকের স্কটিশ কবি হেনরি ফ্রান্সিস লাইত ‘অ্যাবাইড উইথ মি’ গানটি লেখেন। এই গানটিতে সুর দেন উইলিয়াম হেনরি মঙ্ক। সৈন্যদল যুদ্ধক্ষেত্র থেকে শিবিরে ফেরার সময় এই গান বাজানোর প্রথা শতাব্দীপ্রাচীন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
২৯ জানুয়ারি বিটিং দ্য রিট্রিট থেকে বাদ মহাত্মা গাঁধীর প্রিয় গান ‘অ্যাবাইড উইথ মি’, বদলে বাজতে পারে বন্দে মাতরম
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jan 2020 05:51 PM (IST)
উনিশ শতকের স্কটিশ কবি হেনরি ফ্রান্সিস লাইত ‘অ্যাবাইড উইথ মি’ গানটি লেখেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -