রাজকোট: ক্রিকেট-জুয়ার সর্বস্বান্ত হয়েছেন। বেটিংয়ে হেরে টাকাকড়ি-ঘরবাড়ি সবই গিয়েছে। কিন্তু বুকিদের খাঁই মেটেনি। বকেয়া টাকা আদায় করতে না পেরে এবার তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। এই অবস্থায় নিজের মোবাইল ফোনের ক্যামেরায় তোলা ভিডিও বার্তায় প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন গুজরাতের রাজকোটের এক বাসিন্দা। ওই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু দীপক ধামানি নামে ওই ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছেন।
ভিডিওতে ওই ব্যক্তিকে ক্রিকেট-জুয়ার সঙ্গে জড়িত হওয়ায় নিজের দোষ কবুল করতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘নমস্কার মোদী সাহেব, নমস্কার রাজকোট সিটি পুলিশের কমিশনার সাহেব। আমার নাম দীপক জামনাদাস ধামানি। রাজকোট ও অন্যান্য শহরের বুকি ও অপরাধীরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার ঘোরতর বিপদ। আমি মানছি যে আমি বড় ভুল করেছি। ক্রিকেটে বেটিংয়ের জন্য ওই লোকজনদের আমি যতটা পেরেছি টাকা দিয়েছি। এমনকি বাড়িটাও বিক্রি করে দিয়েছি।আমার কাছে আর কিছুই নেই। তবুও ওই লোকজনরা বাড়িতে এসে আমার বাবা-মাকেও খুনের হুমকি দিচ্ছে’।
ভিডিওতে এক ব্যক্তির নামও করেছেন দীপক। তিনি জানিয়েছেন, তিনি প্রচুর টাকার বাজি হেরে গিয়েছেন। এজন্য প্রায় ৫-৭ কোটি টাকা দিয়েছেন। এখনও প্রায় ১.৭০ কোটি টাকা বাকি রয়েছে। কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষমতা তাঁর নয়।
দীপকের আর্জির পর তাঁর পরিবারের জন্য নিরাপত্তা বন্দোবস্ত করেছে রাজকোট পুলিশ।
মালবিয়া নগর থানার ইন্সপেক্টর জানিয়েছেন, এফআইআর দায়ের করা না হলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। কিন্তু দীপক বা তাঁর বাবার খোঁজ পাচ্ছে না পুলিশ। ইন্সপেক্টর জানিয়েছেন, দীপকও একজন বুকি।অতীতে ক্রিকেট ম্যাচের বেটিংয়ের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
‘ঘাট হয়েছে, ভুল করেছি’! মোদীর সাহায্যের আর্জি সর্বস্বান্ত ক্রিকেট জুয়াড়ির
ABP Ananda, web desk
Updated at:
24 Apr 2017 02:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -