নয়াদিল্লি: রাহুল গাঁধীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও সিবিআই তদন্ত দাবি বিজেপি সাংসদ কিরিট সোমাইয়ার। তাঁর অভিযোগ,  কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে দুর্নীতিতে অভিযুক্ত   শিল্পপতির সঙ্গে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর যোগাযোগ রয়েছে। এটা খতিয়ে দেখুক ইডি, সিবিআই, দাবি করেছেন সোমাইয়া। এ ব্যাপারে দুই তদন্ত সংস্থাকে চিঠি দিয়েছেন তিনি।

পাশাপাশি রাহুলের রাজনৈতিক সহযোগী কনিষ্ক সিংহের সঙ্গে অগুস্তা ওয়েস্টল্যান্ড ডিলের মিডলম্যানের যোগসাজশের অভিযোগও তুলেছেন বিজেপি সাংসদ। যদিও কনিষ্ক জানিয়েছেন, এই অভিযোগ পুরোপুরি  ভিত্তিহীন। এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে সোমাইয়ার। সোমাইয়া বলেছেন, গুইডো হাসছকে নামে চপার ডিলের এক অভিযুক্ত দালালের সঙ্গে যোগ রয়েছে ক্রিস্টিয়ান মাইকেল নামে আরেক অভিযুক্তের। এদের সঙ্গে যোগ আছে রাহুলের রাজনৈতিক সহযোগীর।

অবশ্য এ ব্যাপারে গুরুত্ব না দেওয়ার ঢঙে রাহুল সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আমি সবসময়ই টার্গেট। অবশ্য ভালই লাগে আমার। তবে পাল্টা দিয়েছে বিজেপিও। দলের জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা বলেছেন, কংগ্রেস সহ সভাপতির দলের শাসনে ঘটা কেলেঙ্কারির জবাব দেওয়ার দায় তাঁরই। তিনি বা কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী তাঁদের নিশানা নন বলে জানিয়ে বিজেপি নেতাটি এও বলেন, ব্যক্তিরা নন, আমাদের টার্গেট দুর্নীতি। কংগ্রেস দুর্নীতির চ্যাম্পিয়ন। সুতরাং তাদের যে কাঠগড়ায় তোলা হবে, এটাই স্বাভাবিক। তিনি এও বলেন, কয়লা কেলেঙ্কারি, ২ জি কেলেঙ্কারির মতো নানা কেলেঙ্কারিতে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে। এমনকী তিনি নিজেও ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযুক্ত। সুতরাং তিনি যেন নিজেকে অভিযোগের বলি, ক্ষতিগ্রস্ত বলে না দেখান। বরং প্রশ্নের জবাব দিন। বিজেপি ভারতকে দুর্নীতি-মুক্ত করার ব্রত নিয়ে ক্ষমতায় এসেছে, সেই লক্ষ্যেই কাজ করছে বলে দাবি করেন তিনি।