বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস চ্যালেঞ্জের পাল্টা রাজ্যের উন্নতিতে তাঁর সাহায্য চাইলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি ট্যুইট করে বলেছেন, ‘নরেন্দ্র মোদীজি, আমার স্বাস্থ্যের জন্য আপনার চিন্তা দেখে আমি সম্মানিত। আপনাকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি সবার জন্যই শারীরিক সুস্থতা গুরুত্বপূর্ণ। আমি এ বিষয়ে আপনাকে সমর্থন করছি। আমার প্রতিদিনের কসরতের অঙ্গ হল যোগাসন ও ট্রেডমিল। তা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্যের উন্নতির বিষয়ে আমি বেশি চিন্তিত। এ বিষয়ে আপনার সাহায্য চাই।’



আজ ট্যুইট করে কুমারস্বামী, টেবল টেনিস তারকা মনিকা বাত্রা ও ৪০ বছরের বেশি বয়সি আইপিএস অফিসারদের ফিটনেস চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি নিজের ফিটনেস সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। এরই জবাব দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।



২০০৭-এ প্রথমবার এবং গত বছরও কুমারস্বামীর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। সোমবারই তিনি বলেন, ‘আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত বাবা (প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া)। কংগ্রেস-জেডিএস জোট সরকার গঠনের সময়ই তিনি বলেছিলেন, ওর (কুমারস্বামী) স্বাস্থ্যের অবস্থা ভাল নয়। ওকে দু’বার চিকিৎসা করাতে হয়েছে। আপনাদের (কংগ্রেস) মধ্যে থেকে কাউকে মুখ্যমন্ত্রী করুন।’ শেষপর্যন্ত অবশ্য কুমারস্বামীই মুখ্যমন্ত্রী হয়েছেন।