মুম্বই: তিনি তো আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন যে, মানুষ কষ্ট পাচ্ছে দেখেও চুপ থাকবেন। এমনই মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’-র একটি প্রমোশনাল ভিডিও সাক্ষাৎকারে তিনি একথা বলেন।


সাক্ষাৎকারটি নিয়েছেন সামনা-র কার্যকরী সম্পাদক সঞ্জয় রাউত, যিনি রাজ্যসভায় সেনা-সদস্যও বটে। উদ্ধব জানান, তিনি যে কোনও সিদ্ধান্তই মানুষের উন্নয়নের স্বার্থের কথা ভেবে নির্ভীক ও পক্ষপাতহীনভাবে নেন। তারপরই উদ্ধব বলেন, ‘আমি কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি যে, চোখের সামনে নিজের লোকেদের কষ্ট পেতে দেখব!’

উদ্ধবের এই সাক্ষাৎকারটি দুটি পর্বে দেখা যাবে। ২৭ জুলাই মুখ্যমন্ত্রীর জন্মদিনের ঠিক আগে ২৫ ও ২৬ জুলাই উদ্ধবের সাক্ষাৎকার দেখা যাবে। গত ছয় মাস ধরে নানা বিষয়ে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানান উদ্ধব। তার মধ্যে করোনার বিরুদ্ধে যুদ্ধের যেন কোনও শেষ নেই। কোভিডের আবহে নিয়ম করে তিনি দফতরে যেতে পারছেন না এবং সে জন্য সমালোচিতও হচ্ছেন নানা মহলে। কিন্তু তাঁর ব্যাখ্যা, তিনি ইচ্ছা করেই নিয়ম মেনে চলতে চাইছেন। এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলাটাই এখন সময়ের দাবি বলে তিনি মনে করছেন।