নয়াদিল্লি: ৪২-তম মন কি বাতে সংবিধানের প্রণেতা বি আর অম্বেডকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘ড. বাবাসাহেব অম্বেডকর ভারতের পরিকাঠামোর উন্নতির স্বপ্ন দেখতেন। আমরা তাঁর স্বপ্নপূরণ করার জন্য ভারতের আর্থিক উন্নতির জন্য কাজ করছি। আমরা যারা সমাজের গরিব ও পিছিয়ে থাকা অংশের, তাদের কাছে ড. অম্বেডকর অনুপ্রেরণা।’

যোগাসন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘আমি যোগ-শিক্ষক না। কিন্তু কিছু লোক তাদের সৃজনশীলতার মাধ্যমে আমাকে যোগ-শিক্ষক বানিয়ে দিয়েছে। আমার একটি থ্রি-ডি ভিডিও তৈরি করা হয়েছে। সেটা আমি সবার সঙ্গে শেয়ার করব।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, যোগাসন এখন জন-আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছে যোগাসন।

কৃষি ও স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, এবারের বাজেটে কৃষকদের ফসলের জন্য দেড়গুণ ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কৃষিক্ষেত্রের উন্নতির জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষের সাধ্যের মধ্যে থাকে এবং রোগ প্রতিরোধ করা যায়, তার উপর জোর দিচ্ছে সরকার। দেশের সর্বত্র জাতীয় স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে।

দেশের তরুণ প্রজন্মকে ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, অনেক পরীক্ষার্থীই তাঁকে চিঠি লিখে পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়েছেন।