কংগ্রেসের সহ সভাপতি বলেছেন, তিনি আরএসএসকে বলেছেন, বন্ধুরা, তোমরা মানুষের ওপর নির্যাতন করছ কিন্তু উপনিষদে তো বলছে সকলে সমান, তাহলে কী করে তোমরা নিজেদের ধর্মেরই বিরুদ্ধাচরণ করছ।
আর বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, তারা ভারতকে চেনে না, চেনে শুধু নাগপুর, আরএসএসের সদর দফতর। তাদের ধারণা, গোটা ব্রহ্মাণ্ডের জ্ঞান সীমাবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভেতরে।
তামিলনাড়ুর মানুষ, তাঁদের সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর প্রশংসা করে রাহুল বলেন, তাঁর সঙ্গে এ রাজ্যের আলাদা সম্পর্ক রয়েছে। এবার থেকে তিনি তামিল ছবি দেখবেন, পড়াশোনা করবেন তামিল সংস্কৃতি নিয়ে। তাঁর বোন প্রিয়ঙ্কা ভঢরাও তামিল জনগণকে ভালবাসেন বলে রাহুল জানিয়েছেন।
সনিয়া পুত্রের মতে, বিজেপি-আরএসএস দেশের ওপর একটাই আদর্শ চাপিয়ে দিতে চাইছে, তা সে উত্তরপ্রদেশ হোক বা তামিলনাড়ু। তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে।