পানাজি:  গোয়া ফেস্টে অংশ নিয়ে নিজের সাফল্যের চাবিকাঠি কী, সেটাই সকলের সামনে খোলাখুলি বললেন যোগগুরু বাবা রামদেব। রামদেবের কথায়, তিনি বিয়ে করেননি, বাচ্চা নেই, তাই তিনি সুখী এবং সেটাই তাঁর সাফল্যের আসল চাবিকাঠি। গতকাল থেকে পানাজিতে শুরু হয়েছে গোয়া ফেস্ট। তিনদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রামদেব।


রামদেবের কথা শুনে কার্যত চমকে গিয়েছেন সেখানে উপস্থিত দর্শকরা। এদিকে পতঞ্জলির সাফল্য নিয়ে বলতে গিয়ে রামদেব বলেন, তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন এমন একটি সংস্থা প্রতিষ্ঠা করার, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সংস্থাগুলোকে শিক্ষা দেবে। রামদেবের কথায়, এই প্রতিষ্ঠানগুলো আসলে ভারতকে লুঠ করেছে।

রামদেব জানিয়েছেন, তাঁর সংস্থা পতঞ্জলি যা লাভ করবে, পুরোটাই ভারতের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের জন্যে ব্যবহার করা হবে। দুঃস্থদের সাহায্যর্থেও ব্যবহৃত হবে সেই অর্থ। তারপরই তিনি বলেন 'না বিবি, না বাচ্চা, ফির ভি দেখ কিতনে অচ্ছে'...। বিয়ে মোটেই কোনও সহজ বিষয় নয়। অনেকেই করবেন, অনেকেই করেছেন। যাঁদের বাচ্চা আছে, তাঁরা বোঝেন, এটা এমন একটা দায়িত্ব যেটা সারা জীবন পালন করতে হয়। তাই এই সমস্ত দায়িত্বের মধ্যে নিজেকে না জড়িয়ে তিনি তাঁর ব্র্যান্ড তৈরিতে আগ্রহী। সেই ব্র্যান্ড ২০৫০ সালে ভারতকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে পরিবর্তন করবে।

এরপর রামদেবের কাছে জানতে চাওয়া হয়, তাঁর কি রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে? সোজাসাপ্টা জবাব যোগগুরুর, তিনি চাইলেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা সাংসদ হতে পারেন। কিন্তু আপাতত তাঁরা এমন কোথাও যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই।