ভোপাল: বড় বড় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জিএসটি বুঝতে পারছেন না, ব্যবসায়ীরা বুঝতে পারছেন না। আমি আপনি সাধারণ মানুষ কী বুঝব! এমনই নিষ্পাপ স্বীকারোক্তি করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ ধুরভে।

নোটবাতিলের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক জনসভায় গিয়েছিলেন মন্ত্রী। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি টেনে আনেন জিএসটি প্রসঙ্গ। বলেন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের বিন্দুবিসর্গ মাথায় ঢোকেনি তাঁর। তাঁর বক্তব্য, বড় বড় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ীরাও জিএসটি নিয়ে হাবুডুবু খাচ্ছেন!

[embed]https://twitter.com/ANI/status/928830715659091968[/embed]

তবে ধুরভে আশ্বাস দিয়েছেন, সবুরে মেওয়া ফলে। আস্তে আস্তে মানুষ বুঝে যাবেন জিএসটি কী, তখন সরকারি সিদ্ধান্ত স্বাগত জানাবেন তাঁরা।

আজ গুয়াহাটিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে হচ্ছে জিএসটি কাউন্সিলের বৈঠক। আশা করা যাচ্ছে, মানুষের সুবিধার্থে নতুন করে আরও কিছু পণ্যে কর ছাড় দেওয়া হবে।