‘আমারও খুন, ধর্ষণ হতে পারে’: বললেন কাঠুয়া কাণ্ডের শিশুর পরিবারের আইনজীবী
ABP Ananda, Web Desk | 16 Apr 2018 11:59 AM (IST)
শ্রীনগর: তাঁরও প্রাণের আশঙ্কা রয়েছে, ধর্ষণ করে খুন করা মেরে ফেলা হতে পারে তাঁকে। কাঠুয়ায় ৮ বছরের শিশুর ধর্ষণ ও খুনের ঘটনায় পরিবারের হয়ে দাঁড়ানো আইনজীবী দীপিকা এস রাজাওয়াত এই অভিযোগ করলেন। সর্বোচ্চ আদালতে গিয়ে নিজের জন্য নিরাপত্তা চাইবেন বলে তিনি জানিয়েছেন। দীপিকা বলেছেন, আর কতদিন বাঁচবেন তিনি জানেন না। ধর্ষিত হতে পারেন, পারেন খুন হয়ে যেতেও। গতকালও তাঁকে হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে, ‘তোমাকে ক্ষমা করা হবে না’। তাঁর অভিযোগ, মৃত শিশুর পরিবারের হয়ে দাঁড়ানোর জন্য জম্মু বার অ্যাসোসিয়েশন তাঁকে হুমকি দিচ্ছে। তাই তিনি আজ সুপ্রিম কোর্টে যাবেন, বলবেন জীবনের আশঙ্কার কথা। মৃত শিশুর বাবা আজই মামলার শুনানি চণ্ডীগড়ে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তাঁর আশঙ্কা, তাঁর পরিবারেরহ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আইনজীবী দীপিকা রাজাওয়াতেরও দাবি, কাঠুয়ার পরিবেশ বিচার চলার জন্য উপযুক্ত নয়। আজ থেকে কাঠুয়া মামলার বিচার শুরু হয়েছে। ১ অবসরপ্রাপ্ত রাজস্ব আধিকারিক, ২ পুলিশ অফিসার ও ১ নাবালক সহ ৬ জন এই ঘটনায় অভিযুক্ত। টাকার বিনিময়ে ঘটনা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে আরও ২ পুলিশকর্মীকে।