আমি যে কোনও মুহূর্তে মুখ্যমন্ত্রী হতে পারি, কিন্তু আগ্রহ নেই:হেমা মালিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jul 2018 06:41 PM (IST)
জয়পুর: রাজনীতিবিদ-অভিনেত্রী হেমা মালিনী জানিয়েছেন, তিনি চাইলে যেকোনও মুহূর্তে মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু তাঁর এব্যাপারে কোনও আগ্রহই নেই। তাই তিনি কোনওরকম চেষ্টাও করছেন না, দাবি মথুরার সাংসদ হেমা মালিনীর।রাজস্থানের বানস্বরায় এক অনুষ্ঠানে গিয়ে একথা বলেন হেমা। ড্রিম গার্লের কথায়, তিনি যদি এখন মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করেন, তাহলে তাঁর স্বাধীনভাবে লড়াই করাই বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই হেমা উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের কথাই বলছেন। এখন সেই জায়গায় রয়েছেন যোগী আদিত্যনাথ। ড্রিমগার্লের কথায়, সাংসদ হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি আমজনতার জন্যে প্রচুর কাজ করেছেন। আগামীদিনেও করবেন। তাঁর কেন্দ্র মথুরার ব্রিজবাসী মানুষদের তিনি খুবই ভালবাসেন সেকথাও বলতে ভোলেননি হেমা। তারপর মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে হেমার মন্তব্য, তিনি কৃষকদের জন্যে, মহিলাদের ও গরীবদের উন্নয়ন একাধিক কাজ করেছেন। বিরোধীরা যতই সমালোচনা করুক, কিন্তু দেশের জন্যে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়।