আমি গরিবদের সমস্যার ভাগীদার হতে পেরে গর্বিত, রাহুলকে পাল্টা মোদী
Web Desk, ABP Ananda | 28 Jul 2018 09:33 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
লখনউ: কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বলেছিলেন, তিনি ‘চৌকিদার নন, দুর্নীতির ভাগিদার’। আজ উত্তরপ্রদেশের লখনউয়ে এক অনুষ্ঠানে গিয়ে সেই মন্তব্যের জবাব দিলেন মোদী। তিনি দাবি করলেন, এই মন্তব্যকে প্রশংসা হিসেবেই নিচ্ছেন। তিনি গরিবদের সমস্যার ভাগিদার। রাহুলকে পাল্টা আক্রমণ করে মোদী বলেছেন, ‘এখন আমাকে বলা হচ্ছে চৌকিদার না ভাগীদার। এই অভিযোগকে আমি সম্মান হিসেবেই নিচ্ছি। গরিবদের যন্ত্রণা, শ্রমিকদের পরিশ্রম, দুঃখী মায়ের বেদনা, যে গরিব কৃষকের ফসল প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে গিয়েছে, হাড়কাঁপানো ঠান্ডা বা প্রবল গরম সহ্য করা সেনা জওয়ানদের ভাগিদার হতে পেরে আমি গর্বিত। যে গরিব পরিবার চিকিৎসার জন্য জমি বিক্রি করে দিতে বাধ্য হয়, গৃহহীন, পড়াশোনার সুযোগ না পাওয়া শিশু বা বেকারদের ভাগীদার আমি।’ এদিন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ২০২২ সালের মধ্যে সব গৃহহীনের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেবে সরকার। নাম না করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে আক্রমণ করে মোদী বলেছেন, ‘আগে মানুষ কীভাবে জীবন কাটাতেন সেটা আমি জানি। এর আগে য়াঁরা ক্ষমতায় ছিলেন তাঁদের একটাই লক্ষ্য ছিল, কীভাবে বাংলো সাজানো যায়।’