দেহরাদূন: চারধাম হাইওয়ে উন্নয়ণ প্রকল্পের শিলান্যাস করে উত্তরাখণ্ডে আগামী বছরের বিধানসভা নির্বাচনে কার্যত বিজেপির প্রচার অভিযানের সূচনা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক জনসভায় মোদী উন্নয়নকে হাতিয়ার করার চেষ্টা করলেন। জনসভায় ভিড়ের কথা উল্লেখ করে মোদী বললেন, উন্নয়নের জন্য সাগ্রহে অপেক্ষা করছে উত্তরাখণ্ড।
মোদী বলেন, কেদারনাথে প্রাকৃতিক দুর্যোগের শিকারদের প্রতি শ্রদ্ধার্ঘ্য এই চারধাম প্রকল্প।
মোদী তাঁর ভাষণে বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, অনেক সময়ই তড়িঘড়ি কোনও প্রকল্প ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু সেগুলি সবই আসলে রাজনীতি, উন্নয়ন নয়।মোদী বলেন, জনতা সব কিছু বোঝেন।
পর্যাপ্ত পরিকল্পনা করেই চারধাম প্রকল্পের সূচনা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। এরপর থেকে কেউ কেদারনাথ, বদ্রিনাথে এলে এই সরকারের কথা মনে করবেন বলেও মোদী দাবি করেছেন। তিনি বলেন, উত্তরাখণ্ডে উন্নয়নের জোয়ার বইয়ে দিতে চান তাঁরা।
মোদীর দাবি, তাঁর সরকার দরিদ্রদের জন্য কাজ করছে। তিনি মিথ্যে প্রতিশ্রুতি কখনও দেন না বলেও জানিয়েছেন মোদী। যে কথা তিনি বলেন তা তাঁর মনে থাকে।
মোদী বলেন, তিনি শুধু ফিতে কাটা, ছোট প্রকল্পর উদ্বোধনের জন্য তিনি প্রধানমন্ত্রী হননি। তাঁকে মানুষ রক্ষীর দায়িত্ব অর্পণ করেছে। তিনি যখন এই কাজ করছেন, তখন কিছু মানুষ ভয়ে কাঁপছেন। এই প্রসঙ্গে নোট বাতিলের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মোদী বলেছেন, তিনি কালো টাকার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। এই লড়াইয়ে মানুষের সমর্থন প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।
বিরোধীদের আক্রমণ করে মোদী বলেছেন, কালো টাকাটা সমস্যা নয়। কিছু মানুষের কুমতলবটাই বড় সমস্যা।
প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর লক্ষ্য শিকড় থেকে দুর্নীতি নির্মূল করা। দুর্নীতি শেষ করতে বনা পারলে ভারত এগোবে না।
আমি ফিতে কাটার জন্য প্রধানমন্ত্রী হইনি, লড়ছি কালো টাকার বিরুদ্ধে: মোদী
ABP Ananda, web desk
Updated at:
27 Dec 2016 03:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -