দুটি সন্তান, স্ত্রী বলেছেন, আর নয়, আমি বলেছি, ৪-৫টা চাই! জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির অনুষ্ঠানেই বললেন বিজেপি বিধায়ক
Web Desk, ABP Ananda
Updated at:
24 Feb 2018 02:51 PM (IST)
নয়াদিল্লি: অনুষ্ঠান চলছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রচারে। আর সেখানেই বিজেপি বিধায়ক সবার সামনে সগর্বে বলে দিলেন, জন্মনিয়ন্ত্রণে নতুন আইন চালু না হওয়া পর্যন্ত হিন্দুদের সন্তান জন্ম দেওয়া বন্ধ করা উচিত নয়। আমিও আমার স্ত্রীকে বাচ্চা জন্ম দেওয়া চালিয়ে যেতে বলেছি!
স্বাভাবিক ভাবেই উত্তরপ্রদেশের মুজফফরনগরের খাটাউলি বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি বিক্রম সাইনির এই মন্তব্যে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
জন্মনিয়ন্ত্রণে সচেতনতা ছড়ানোর ওই অনুষ্ঠানে বিক্রম তাঁর ভাষণে দাবি করেন, হিন্দুরা দুই সন্তান নীতি মেনে চললেও বাকিরা মানছে না। কিন্তু আইন সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। আমাদের দুটি সন্তান। আমার স্ত্রী বলেছেন, দুটিই যথেষ্ট, আর দরকার নেই। কিন্তু আমি বলেছি, অন্তত চার-পাঁচটা সন্তান থাকা উচিত আমাদের। জন্মনিয়ন্ত্রণে নতুন আইন না আসা পর্যন্ত স্ত্রীকে বলেছি, বাচ্চা করে যাও!
বরাবরই বিতর্কিত মন্তব্যে অভ্যস্ত সাইনি গত জানুয়ারি মাসেও এমন একটা কথা বলেছিলেন, যাতে তীব্র সমালোচনার ঝড় উঠেছিল। হিন্দুস্তান হিন্দুদের জন্য, এই মন্তব্যের পাশাপাশি মুসলিমরা পাকিস্তানে চলে যাক, বলেছিলেন তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -