নয়াদিল্লি: কারগিল যুদ্ধে লড়াই করেছেন বাবা, তাই সেনা কর্মীদের পরিবারগুলির মানসিক অবস্থা তিনি ভালই অনুভব করতে পারেন বলে জানালেন অনুষ্কা শর্মা।
এক আলোচনাচক্রে তাঁর অভিনয় করা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ " ছবি নিয়ে মাথাচাড়া দেওয়া বিতর্ক প্রসঙ্গে এমনটা বলেছেন বলিউড অভিনেত্রী।
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির গার্লফ্রেন্ড অনুষ্কার কথায়, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। কারগিলের লড়াইয়ের সময় জম্মু ও কাশ্মীরে ছিলেন বাবা। মনে পড়ে মায়ের চোখ থাকত রোজ টিভির পর্দায় টিকারের দিকে, যাতে নিহত জওয়ানদের নাম যেত। আমি জানি, জওয়ানদের বা তাদের পরিবারদের মনের অবস্থা কী হয়। অ্যায় দিল নিয়ে গোটা বিতর্কে মানুষের ভাবাবেগ বুঝতে পেরেছি। কিন্তু আমি জানি, সীমান্তে যাঁরা লড়ছেন, তাঁরা পাকিস্তানি তারকার অভিনয় করা সিনেমার রিলিজ নিয়ে আদৌ চিন্তিত নন, কেননা এতে তাঁদের কিছু আসে যায় না। তাঁরা তো আসল লড়াই করছেন, যার কাছে একটা ছবি তুচ্ছ ব্যাপার।
প্রসঙ্গত, উরি হামলার প্রেক্ষাপটে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ হুমকি দেয়, পরিচালক কর্ন জোহরের ছবি অ্যায় দিল-এ পাকিস্তানি শিল্পী ফওয়াদ খান রয়েছেন বলে সেটি রিলিজ করতে দেওয়া হবে না। উরির ঘটনার জবাবে ভারতে পাক কলাকুশলীদের অভিনয়ও নিষিদ্ধ করার দাবি জানায় তারা।
‘সুলতান’ ছবির নায়িকা বলেছেন, ‘ছবি’টা বদলানোর ক্ষমতা থাকলেই এ নিয়ে কথা বলা উচিত মানুষের। সেনাকর্মীর মেয়ে হিসাবে জানি, সেনাকর্মীরা আসল কাজটা করছেন। তাই এ নিয়ে আমার বিবৃতির কোনও মূল্যই নেই। কিন্তু যখন দেখি লোকে শুধু বলার জন্যই বলে, কাজের কাজ কিছু করে না, সেটা তখন হাস্যকরই লাগে।