নয়াদিল্লি: দেশের শিশু ও তরুণ প্রতিভাকে উৎসাহিত করতে কৃতীদের হাতে রাষ্ট্রীয় সম্মান তুলে দেয় সরকার। সেই অনুষ্ঠান সমারোহতেই আজ দিল্লিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় বাল পুরস্কার নিয়েছে অথর্ব কুমার, দর্শ মালানি, গৌরি মিশ্র, করক বিশ্বাস, রিয়া জৈন ও প্রজ্ঞান পাদুকলির মতো আরও একাধিক বিস্ময় প্রতিভা। প্রথমে নাতিদীর্ঘ বক্তৃতা এবং তারপর কৃতীদের পুরস্কার প্রদান করেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ই নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা পুরস্কৃত কৃতীদের বলেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর মুখে কেন এত উজ্জ্বল দেখায়? জবাবে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি কঠোর পরিশ্রম করেন আর সেকারণেই প্রচণ্ডরকম ঘামেন। আর সেই ঘাম দিয়েই মুখ মালিশ করেন বলে তাঁর মুখ চকচক করে।


এই বক্তব্যের প্রসঙ্গেই তরুণ প্রতিভাদের আরও কঠোর পরিশ্রমী হওয়ার পরামর্শ দেন নরেন্দ্র মোদি। কোনও এক আবিষ্কারের পরে থেমে গেলে চলবে না, বরং সেটাকে শুরু ধরে আরও এগিয়ে যেতে হবে, পরামর্শ তাঁর।


২২ মিনিটের বক্তৃতায় তিনি আরও একাধিক বিষয় রাষ্ট্রীয় পুরস্কার প্রাপকদের সামনে তুলে ধরেন। তারমধ্যে নাগরিক দায়িত্ব, পুলিশের প্রতি সম্মান প্রদর্শনের বিষয় উল্লেখ্যনীয়। নরেন্দ্র মোদি বলেন, “অধিকারকে নয়, দায়িত্বকে সর্বাধিকার দিতে হবে। সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়িত্ব নির্বাহ করতে হবে। যারা এই দায়িত্ববোধ নিয়ে সদা জাগ্রত ও সচেতন, তাদের কথা সবাই মনে রাখবে।”





কচিকাচাদের উৎসাহ প্রদান করে প্রধানমন্ত্রী বলেন,  “আপনাদের বয়স কম, তবে আপনারা যে কাজ করেছেন, তা করে দেখানো তো দূর অনেকে ভাবতেই পারবেন না। আপনাদের সঙ্গে কথা বলে, আপনাদের গল্প শুনে আমি অনুপ্রাণিত হই।” একই সঙ্গে দিল্লিতে পুলিশ মেমোরিয়াল দেখারও পরামর্শও দিয়েছেন তিনি। স্বাধীনতার পর ৩৩ হাজার পুলিশ দেশের কাজে শহিদ হয়েছেন। এঁরা প্রত্যেকেই দেশের নাগরিকের সুরক্ষায় প্রাণ দিয়েছেন। পুলিশদের প্রতি গৌরবান্বিত হওয়া উচিত বলে কৃতীদের পাঠ দিয়েছেন প্রধানমন্ত্রী।