মুম্বই: পাকিস্তান-সীমান্ত বরাবর নিয়ন্ত্রণরেখায় পাহারা দেওয়ার সময় ভুল করে ওপারে চলে গিয়েছিলেন। সেটাই ছিল অপরাধ।

ব্যস, ধরা পড়েন পাক বাহিনীর হাতে। দীর্ঘ চার মাস কাটিয়েছেন সেদেশের জেলে। সম্প্রতি, কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে তাঁকে ছাড়িয়ে এনেছে বিদেশমন্ত্রক।

পাক জেলে তাঁর ওপর কী পরিমাণ নির্মম অত্যাচার চলেছে, তা নিজের মুখে জানালেন ভারতীয় সেনা জওয়ান চন্দু বাবুলাল চহ্বন। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাতকারে সেই ভয়ঙ্কর দিনগুলির কথা স্মরণ করলেন ২২ বছরের জওয়ান।

শুনুন তাঁর ওপর ঘটে যাওয়া সেই অত্যাচারের কাহিনী...