ভুবনেশ্বর: অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (ভুবনেশ্বর) থেকে গত দু সপ্তাহ আগে আচমকাই নিখোঁজ হয়ে যান কাশ্মীরি ছাত্র সুহেল আইজাজ। সূত্রের খবর, এইমস ভুবনেশ্বরের দ্বিতীয় বর্ষের ছাত্র সুহেল নিখোঁজ হওয়ার আগে, একটি নোট লিখে গিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, ‘আই কুইট’। তারপর থেকেই আর তাঁর কোনও খোঁজ মিলছে না। গত ৯ ফেব্রুয়ারি শেষবার সুহেলকে হোস্টেল থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
জম্মু-কাশ্মীরের কুপওয়ারা বাসিন্দা সুহেল ২০১৬ সালে এইমস ভুবনেশ্বরে পড়তে আসেন। পুলিশ ওই তরুণের হোটেলের ঘরে তল্লাশি চালিয়ে ‘আই কুইট’ লেখা নোটটি উদ্ধার করেছে। তবে পুলিশের দাবি, তারা তরুণের ফোনের লোকেশন শেষবারের মতো কলকাতায় ট্রেস করেছে। যদিও তরুণের ফোন ৯ ফেব্রুয়ারির পর থেকে বন্ধ ছিল। ভুবনেশ্বর পুলিশের কলকাতা পুলিশ ও সিআইডি-র সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে।
ভুবনেশ্বর এইমস-এর কর্তৃপক্ষের কাছে ওই তরুণ জানিয়েছিলেন, তিনি চণ্ডীগড় যাচ্ছেন তাঁর এক বন্ধুর সঙ্গে। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে, ১৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানে ফিরে আসবেন। এরপর ১৭ ফেব্রুয়ারি ওই ছাত্র না আসায়, ১৮ তারিখ পুলিশে অভিযোগ দায়ের করে এইমস কর্তৃপক্ষ। তরুণের ফোনের শেষ লোকেশন পশ্চিমবাংলার হাওড়ায় পাওয়া গিয়েছে। এছাড়া চাঞ্চল্যকর বিষয় হল, সুহেলের বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, চণ্ডীগড়ে তাঁদের কোনও আত্মীয়ের বিয়ে সেই সময় ছিল না। পরিবারের লোকের সঙ্গে তরুণের শেষ কথা হয়েছিল ৭ ফেব্রুয়ারি।
এইমস ভুবনেশ্বর থেকে নিখোঁজ কাশ্মীরি ছাত্র, হোস্টেলের ঘর থেকে উদ্ধার ‘আই কুইট’ লেখা নোট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Feb 2018 11:15 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -