মুম্বই: পাক শিল্পীদের নিষেধাজ্ঞা নিয়ে দেশের প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন, তাই শিরোধার্য। এমনটাই জানালেন কিংবদন্তি সরোদ-শিল্পী উস্তাদ আমজাদ আলি খান।
উরি হামলার পর এদেশে পাক শিল্পীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে দেশজুড়ে। সেই প্রেক্ষিতে এদিন আমজাদ আলি বলেন, তিনি জনগণের রায়কে মানেন। যদিও একইসঙ্গে যোগ করেন, শিল্পকে সীমান্তের ঘেরাটোপে আটকানো যায় না।
পাক শিল্পীদের নিষেধাজ্ঞার যথার্থতা সম্পর্কে এদিন প্রশ্ন করা হলে, তিনি বলেন, আমি দেশবাসীর মতামতকে সম্মান করি, ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করি।
যদিও, তিনি জানান, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী বা ভারত সরকার এধরনের নিষেধাজ্ঞা নিয়ে কোনও মন্তব্য করেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বা সরকার যা-ই সিদ্ধান্ত নেবে, তাই মানব।
পাশাপাশি, আমজাদ আলি এ-ও জানান, শিল্পীদের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা উচিত নয়। তাঁর মতে, শিল্পের কোনও ধর্ম হয় না। শিল্প সীমান্তের এক্তিয়ারের ঊর্ধ্বে।
প্রসঙ্গত, পাক শিল্পী অভিনীত বলিউড ছবির বিরোধিতা করে আসছে রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। সেই প্রেক্ষিতে কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মুক্তি ঘিরে দেখা দিয়েছে জটিলতা। কারণ, সেখানে পাক শিল্পী ফাওয়াদ খান অভিনয় করেছেন।
পাক শিল্পীদের ভারত ছাড়ার জন্য চূড়ান্ত সতর্কবাণীও জারি করে এমএনএস। যার পরই ভারত ছেড়ে চলে যান ফাওয়াদ খান সহ ভারতে কর্মরত পাক শিল্পীরা। পাক শিল্পীদের নিষেধাজ্ঞা নিয়ে এখন বিভক্ত বলিউড।
পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা: সরকার ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করি, জানালেন আমজাদ আলি
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2016 07:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -