আজকাল যত কম কথা বলি, ততই ভাল! বললেন সলমন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2016 08:56 AM (IST)
মাদ্রিদ: ‘ধর্ষণ’ মন্তব্যে নানা মহলের নিন্দা, সমালোচনার মুখে ‘কম কথা বলাই ভাল’, বললেন সলমন খান। ‘সুলতান’ ছবির শ্যুটিংয়ে প্রচণ্ড খাটাখাটনির পর নিজেকে ‘ধর্ষিতা মহিলা’র মতো মনে হত বলায় বিপাকে পড়েছেন তিনি। তাঁকে নোটিস পাঠিয়ে জবাব চেয়েছে জাতীয় মহিলা কমিশন। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও উঠেছে। তাঁর বাবা সেলিম খান ছেলের হয়ে ক্ষমা চাইলেও দাবি উঠেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সলমনকেই। যদি ক্ষমা তিনি চাননি। তবে তিনি কী বলেন, তা নিয়ে আগ্রহ রয়েছে সকলের। কিন্তু সলমন বলছেন, তিনি যত কম কথা বলেন, ততই ভাল কেননা তিনি যা-ই বলেন, তার অপব্যাখ্যা হয়। মাদ্রিদে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইআইএফএ) পুরস্কারের সূচনা অনুষ্ঠানে বলতে গিয়ে সলমন বলেন, বেশি সময় নেব না। কারণ এখন আমি যত কম কথা বলব, ততই ভাল। ‘কি’ক-এর অভিনেতা-র সাম্প্রতিক হিট ছবি ‘বজরঙ্গী ভাইজান’ এবারের পুরস্কারের মনোনয়নের দৌড়ে সামনের সারিতেই রয়েছে। প্রসঙ্গত, গত ১৭ বছর ধরে আইআইএফএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্বের নানা দেশের পর এবার হচ্ছে স্পেনে। তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান।