মুম্বই: প্রেক্ষাগৃহে যখনই জাতীয় সঙ্গীত হয়, তিনি উঠে দাঁড়ান। তাতে তাঁর কোনও সমস্যা নেই। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে এমনটাই জানালেন অভিনেত্রী কাজল।
গতকালই, শীর্ষ আদালত এক রায়ে জানায়, সিনেমা শুরুর আগে প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়। এই প্রসঙ্গে কেন্দ্রকে নির্দেশিকা জারি করার দায়িত্ব কেন্দ্রীয় প্যানেলের ওপর ছেড়ে দেয় সর্বোচ্চ আদালত।
এপ্রসঙ্গে অভিনেত্রীর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, আমি অন্য কারও হয়ে কথা বলতে পারি না। তবে, যখনই আমি প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত শুনি, স্বভাবতই উঠে দাঁড়াই।