নয়াদিল্লি: মুসলিম বুদ্ধিজীবীদের সভায় রাহুল গাঁধী কংগ্রেসকে মুসলিমদের পার্টি বলেছেন, উর্দু দৈনিকে প্রকাশিত এহেন খবর নিয়ে কংগ্রেস, বিজেপির মধ্যে বিতর্ক, বিবাদের মধ্যেই ট্যুইট করে স্বয়ং কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন, তিনি নির্যাতিতদের পাশে রয়েছেন। তাঁরা কোন ধর্ম, জাতের মানুষ, সেটা তাঁর কাছে বিচারের বিষয় নয়।
কংগ্রেস সভাপতির বিরুদ্ধে বিজেপি সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে। কংগ্রেস অবশ্য গোড়া থেকেই উর্দু খবরের কাগজের খবর সম্পূর্ণ মিথ্যা, গুজব আখ্যা দিয়ে অস্বীকার করে বলেছে, তারা ১৩২ কোটি ভারতীয়র পার্টি। আর রাহুল ট্যুইট করেছেন, আমি পংক্তির একেবারে শেষের লোকটির পাশে রয়েছি। আমি শোষিত, নির্যাতিত, প্রান্তিকদের পক্ষে। ওদের ধর্ম, জাতপাত বা বিশ্বাস কী, আমার কাছে তার গুরুত্ব নেই। যাঁরা কষ্টে রয়েছেন, তাঁদের খুঁজে বুকে টেনে নিই আমি। ঘৃণা, বিদ্বেষ আতঙ্ক মুছে দিই। সব জীবিত প্রাণকে ভালবাসি। আমি কংগ্রেস।
নরেন্দ্র মোদীও গত সপ্তাহের শেষে আজমগড়ের সভায় বলেন, সংবাদপত্রে দেখলাম কংগ্রেস সভাপতি বলেছেন, কংগ্রেস মুসলিমদের দল, যা নিয়ে গত দুদিনে বহু আলোচনা চলছে। মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী থাকাকালে বলেছিলেন, দেশের প্রাকৃতিক সম্পদের ওপর সবার আগে অধিকার মুসলিমদের, তখনও অবাক হইনি।