নয়াদিল্লি: এবার কর ফাঁকি মামলায় হায়দরাবাদে মেহুল চোকসির মালিকানাধীন গীতাঞ্জলি গ্রুপের ১২০০ কোটি টাকা মূল্যের বিশেষ অর্থনৈতিক জোন (এসইজেড) বাজেয়াপ্ত করল আয়কর দফতর।


আয়করের তরফে জানানো হয়েছে, বকেয়া কর আদায় করার জন্য আপাততভাবে আয়কর আইনের আওতায় এই এসইজেড-কে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আয়কর দফতর জানিয়েছে, এই এসইজেড-এর মূল্য প্রায় ১২০০ কোটি টাকা। মূল্য নির্ধারণ করেছেন অ্যাসেসি (মেহুল) এবং দফতর সেখানে গিয়ে এদিন নোটিস টাঙিয়ে এসেছে।


গত কয়েকদিনে মেহুলের নটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সাতটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। প্রসঙ্গত, কর ফাঁকি মামলায় তদন্তে নেমে গত বছরের জানুয়ারি মাসে কোটিপতি হিরে ব্যবসায়ী নীরব মোদীর বিভিন্ন সংস্থায় হানা দিয়েছিল আয়কর। সেই সময় তারা গীতাঞ্জলি জেমসের কর্ণধার মেহুল চোকসির বিভিন্ন ব্যবসাও খতিয়ে দেখেছিল।


এখানে বলে রাখা প্রয়োজন, সম্প্রতি, ফাঁস হওয়া পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১১,৪০০ কোটি টাকা প্রতারণা মামলার তদন্তে নেমে যৌথভাবে নীরব, মেহুল সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আয়কর, সিবিআই ও ইডি।