করফাঁকির অভিযোগ, দেশজুড়ে বিটকয়েন লেনদেন কেন্দ্রগুলিতে আয়কর হানা
Web Desk, ABP Ananda | 13 Dec 2017 05:37 PM (IST)
নয়াদিল্লি: করফাঁকির অভিযোগ খতিয়ে দেখতে আজ দেশজুড়ে বিটকয়েন লেনদেন কেন্দ্রগুলিতে হানা দিল আয়কর বিভাগ। বেঙ্গালুরুর তদন্তকারী বিভাগের নেতৃত্বে দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচি ও গুরুগ্রামে মোট ৯টি জায়গায় বিটকয়েন লেনদেন পরীক্ষা করা হয়েছে। আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়কর আইনের ১৩৩ এ ধারা অনুসারে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের পরিচয়, লেনদেন, কাদের সঙ্গে লেনদেন করা হচ্ছে, লেনদেনে ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ বিভিন্ন বিষয়ে প্রমাণ সংগ্রহ করার জন্যই আজ বিটকয়েন লেনদেন কেন্দ্রগুলিতে যান তদন্তকারীরা। এই প্রথম বিটকয়েন লেনদেন কেন্দ্রগুলির কার্যকলাপ খতিয়ে দেখার জন্য বড়মাপের তদন্তের ব্যবস্থা করা হল। এই কেন্দ্রগুলি সম্পর্কিত বিভিন্ন আর্থিক তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ভার্চুয়াল কারেন্সি বিটকয়েন নিয়ে কিছুদিন আগেই সতর্কবার্তা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বিটকয়েন ভারত থেকে নিয়ন্ত্রিত হয় না। এই ভার্চুয়াল কারেন্সি ছড়িয়ে পড়া নিয়ে সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি উদ্বেগ প্রকাশ করেছে। বিটকয়েনের বিষয়টি খতিয়ে দেখার জন্য এ বছরের মার্চে একটি কমিটি গঠন করে অর্থমন্ত্রক। এবার বিটকয়েন লেনদেন খতিয়ে দেখা শুরু হল।