নয়াদিল্লি: দিল্লির এবার নয়ডা। ফের বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেলেন আয়কর দফতরের আধিকারিকরা। নয়ডার আয়কর দফতরের তদন্তকারী শাখার সমীক্ষায় অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় ২০ টি ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট থাকার তথ্য জানা গিয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে নোট বাতিল পরবর্তী পর্বে ৬০ কোটি টাকা জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই দিল্লির চাঁদনি চক এলাকায় অ্যাক্সিস ব্যাঙ্কের একটি শাখায় হানা দিয়ে ৪৪ টি ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান পেয়েছিলেন আয়কর আধিকারিকরা।
গত নভেম্বরে উত্তর দিল্লির কাশ্মীরী গেট শাখার বাইরে নতুন নোটে সাড়ে তিন কোটি টাকা সহ দুই ব্যক্তি আয়কর আধিকারিকদের হাতে ধরা পড়ে।
এদিকে, সমীক্ষার ভিত্তিতে আয়কর দফতরের গোয়েন্দারা নয়ডার একটি গহনা ব্যবসায়ীর বাড়িতেও যান। ওই গহনা ব্যবসায়ী নোট বাতিলের পর ৬০০ কোটি টাকা মূল্যের সোনার ইঁট বিক্রি করেছেন বলে অভিযোগ।
নয়ডায় অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় ২০ টি ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্টের হদিশ
ABP Ananda, web desk
Updated at:
15 Dec 2016 01:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -