নয়াদিল্লি: ৩,৫০০ কোটি টাকা মূল্যের ৯০০-র বেশি বেনামি সম্পত্তি ক্রোক করল আয়কর দফতর। এ সবের মধ্যে রয়েছে ফ্ল্যাট, দোকান, গয়নাগাটি, গাড়ি ইত্যাদি।

বেনামি শব্দের আক্ষরিত অর্থ হল নামহীন। যে সম্পত্তির কোনও আইনসম্মত অধিকারী নেই বা যার মালিকের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে, তাই বেনামি সম্পত্তি।

আয়কর জানিয়েছে, ২০১৬-র ১ নভেম্বর কার্যকর হওয়া প্রহিবিশন অফ বেনামি প্রপার্টি ট্রানজ্যাকশনস অ্যাক্ট অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আইন মোতাবেক স্থাবর, অস্থাবর যে কোনও বেআইনি সম্পত্তি ক্রোক করতে পারে সরকার। মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কুকর্মে সাহায্যকারীদের বিরুদ্ধেও করা যেতে পারে পদক্ষেপ।

বেনামি সম্পত্তির মালিকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে গত বছর মে মাসে ২৪টি বেনামি প্রহিবিশন ইউনিট বা বিপিইউ তৈরি করে আয়কর দফতর। তারপর এখনও পর্যন্ত ৩,৫০০ কোটি টাকার বেশি মূল্যের ৯০০-র বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। জমি, পুকুর, ফ্ল্যাট, ঘরবাড়ি ছেতে গাড়ি, গয়না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট- স্থাবর অস্থাবর সব রয়েছে ক্রোক করা সম্পত্তির মধ্যে।