নয়াদিল্লি: ইউজার আইডি ও পাসওয়ার্ড কাউকে জানাতে মানা করে করদাতাদের সতর্ক করল আয়কর দফতর। এমনকী, গোপন তথ্য প্রকাশ করলে সংশ্লষ্টি করদাতার বিরুদ্ধেও ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানিয়েছে আয়কর দফতর।
বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে দফতরের টিডিএস বিভাগের সেন্ট্রালাইজড প্রোসেসিং সেল (সিপিসি) করদাতাদের উদ্দেশ্যে জানিয়েছে, কারোর সামনে যেন ইউজার আইডি-পাসওয়ার্ড প্রকাশ না করা হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, এক ব্যক্তির ইউজার আইডি-পাসওয়ার্ড হল সবচেয়ে সংবেদনশীল তথ্য। এর অপব্যবহারের ফলে টিডিএস সংক্রান্ত তথ্য, করদাতার যাবতীয় গোপন তথ্য সব ফাঁস হয়ে যেতে পারে।
বলা হয়েছে, যদি কখনও পাসওয়ার্ড হ্যাকড বা চুরি হয়, তাহলে নিরাপত্তা বিঘ্নিত হবে। যার জেরে ব্যক্তি-তথ্য ফাঁসের মত বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে, যা আখেরে করদাতার ক্ষতি করতে পারে।
এই মর্মে, করদাতাদের উদ্দেশ্যে আয়কর দফতর বলেছে, এই সংক্রান্ত তথ্য নিজে অ্যাক্সেস করার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনও অপরিচিত বা অবৈধ ব্যক্তির কাছে এই তথ্য যেন ফাঁস না হয়।
আয়কর দফতরের সতর্কবাণী, যদি কোনও ব্যক্তি নিজের ইউজার আইডি-পাসওয়ার্ড অন্য কারোর কাছে প্রকাশ করেন, তাহলে সেই ব্যক্তিব বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। কী করে নিজের পাসওয়ার্ড নিরাপদ রাখা যায়, সেই বিষয়েও একটি সাধারণ নির্দেশিকা জারি করেছে আয়কর দফতর।