কলকাতা: মেদিনীপুর থেকে বিহার, বারাণসী। নোট বাতিলের পর বিভিন্ন জনধন অ্যাকাউন্ট জমা পড়েছে ১ কোটি ৬৪ লক্ষ টাকা। বিবৃতি দিয়ে জানাল অর্থমন্ত্রক। নেপথ্যে কি কালো টাকার কারবারিরা ?
নোট বাতিলের পর কালো টাকা সাদা করতে গরিবদের জনধন অ্যাকাউন্ট ব্যবহার করছেন অনেকে। এই মন্তব্য আগে করেছেন খোদ প্রধানমন্ত্রী। আর এবার এর স্বপক্ষে তথ্য দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
বিবৃতি জারি করে অর্থমন্ত্রক জানিয়েছে, কলকাতা, মেদিনীপুর, বিহারের আরা, কেরলের কোচি, বারাণসী… এরকম অসংখ্য জনধন অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখানে হঠাৎ করে প্রচুর পরিমাণ টাকা ঢুকেছে।
অর্থমন্ত্রকের দাবি, এই সব জনধন অ্যাকাউন্টে হিসেব বহির্ভূত প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকা জমা পড়েছে।
এই অ্যাকাউন্টগুলি যাঁদের নামে রয়েছে, তাঁরা কোনওদিন আয়করও দেননি। কারণ, তাঁরা যে আয় দেখিয়েছেন, তা আয়করের আওতায় পড়েও না! তাহলে হঠাৎ করে এই অ্যাকাউন্টগুলিতে এত টাকা এল কোথা থেকে? তাহলে কি কালো টাকার কারবারিরা এভাবেও নিজেদের কালো টাকা সাদা করার চেষ্টা করছে?
তাই ফের একবার জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের সর্তক থাকার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। সর্তকবার্তায় বলা হয়েছে, অন্যের কালো টাকা নিজেদের অ্যাকাউন্টে কোনওভাবেই জমা করতে দেবেন না।
জনধন অ্যাকাউন্ট জমা পড়েছে ১ কোটি ৬৪ লক্ষ, কালো টাকা সাদা করার চেষ্টা? হুঁশিয়ারি কেন্দ্রের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2016 09:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -