নয়াদিল্লি: যে সব সংস্থা বকেয়া রেখেছে তাদের নাম প্রকাশ করার কৌশল নিয়েছে আয়কর বিভাগ। উদ্দেশ্য, করফাঁকিবাজদের সামাজিক লজ্জায় ফেলা। এই কৌশলের অঙ্গ হিসেবে জাতীয় সংবাদপত্রে ১০ কোটির বেশি আয়কর ও শিল্পকর বকেয়া রাখা দিল্লির পাঁচ সংস্থা ও ব্যক্তির নামের একটি তালিকা প্রকাশ করেছে। তাদের অবিলম্বে বকেয়া কর শোধ দিতে বলা হয়েছে।
আয়কর ফাঁকিবাজদের এভাবে নামপ্রকাশ করে সামাজিক লজ্জায় ফেলতে গত কয়েক বছর ধরেই এভাবে নামপ্রকাশ করছে আয়কর বিভাগ। এখনও পর্যন্ত ৯৬ জনটি সংস্থার নাম প্রকাশ করা হয়েছে। এই সব সংস্থাগুলির বকেয়া করের পরিমাণ বিপুল এবং তাদের হয় খোঁজ পাওয়া যাচ্ছে না বা তারা এমন কোনও সম্পদ দেখায়নি যা থেকে ওই টাকা উশুল করা যায়।
আয়কর বিভাগের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই তালিকায় সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তির প্যান কার্ড, শেষ ঠিকানা, পর্যালোচনার সময়, বকেয়া করের পরিমাণ সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ওই করফাঁকিবাজদের সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে যাতে সাধারণ মানুষ দিতে পারেন, তাও এই বিজ্ঞাপন প্রকাশের একটি উদ্দেশ্য।
তালিকায় উল্লেখিত সংস্থা ও ব্যক্তিদের বকেয়া করের পরিমাণ ১০.২৭ কোটি টাকা।
১০ কোটি টাকার বেশি বকেয়া কর, দিল্লিতে পাঁচ নামের তালিকা প্রকাশ করল আয়কর বিভাগ
ABP Ananda, web desk
Updated at:
18 May 2017 01:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -