নয়ডা: ফের বিতর্কে অ্যাক্সিস ব্যাঙ্ক। এবার এক জহুরির ওপর নজরদারি রাখতে গিয়ে নয়ডার অ্যাক্সিস ব্যাঙ্কের একটি শাখায় ২০টি ভুয়ো সংস্থার নামে গচ্ছিত প্রায় ৬০ কোটি টাকার হদিস পেল আয়কর দফতর।


জানা গিয়েছে, এক জহুরির বিভিন্ন লেনদেনের ওপর নজর রাখছিল আয়কর দফতর। অভিযোগ ছিল, নোট বাতিলের পর ওই জহুরি সম্প্রতি ৬০০ কোটি টাকার সোনার বাট বিক্রি করেছেন। ওই জহুরিরও ওই ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে।


খোঁজ করতে গিয়ে সেক্টর ৫১-এর অ্যাক্সিস ব্যাঙ্কে প্রায় ২০টি ভুয়ো সংস্থার অ্যাকাউন্টের হদিস পান আয়কর আধিকারিকরা। জানা যায়, ওই অ্যাকাউন্টগুলিতে রয়েছে প্রায় ৬০ কোটি টাকা।


এই বিপুল অর্থের হদিস মেলার পর সংস্থার সম্পর্কে তথ্য জোগাড় করছে আয়কর দফতর। সংস্থাগুলির মালিকদের খোঁজ করা হচ্ছে।