নয়াদিল্লি: এক হাজার কোটি টাকার জমি-চুক্তি এবং কর-ফাঁকি তদন্তে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে বেনামি লেনদেন আইনে অভিযোগ দায়ের করল আয়কর দফতর।


এপ্রসঙ্গে, লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, ছেলে তথা বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, মেয়ে মিসা ভারতী ও তাঁর স্বামী শৈলেশ কুমার এবং তাঁর অপর দুই কন্যা চন্দা ও রাগিনী যাদবকে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর।


সেখানে বেনামি লেনদেন (রোধ) আইনের ২৪(৩) ধারা আরোপ করা হয়েছে। পাশাপাশি, লালুর পরিবারের সদস্যদের বেনামি সম্পত্তির ‘লাভবান’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আরজেডি সুপ্রিমোর দিল্লি ও পটনায় জমি, বাড়ি সহ বিভিন্ন স্থাবর সম্পত্তি ক্রোক করেছে আয়কর দফতর।


দলিল অনুযায়ী, বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য ৯.৩২ কোটি টাকা। কিন্তু, আয়কর বিভাগের অনুমান, এর বাজারদর হতে পারে ১৭০-১৮০ কোটি টাকা। এর পাশাপাশি, পটনার ফুলওয়াড়িতে মোট ৯টি প্লট—যেখানে একটি শপিং মল হওয়ার কথা ছিল, তাও ক্রোক করা হয়েছে।


জানা গিয়েছে, গত মাসে আয়কর দফতর লালুর বিভিন্ন বেনামি সম্পত্তির খোঁজে দেশজুড়ে তল্লাশি চালায়। এই মামলায় দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত হাজতবাস এবং বিপুল জরিমানা হতে পারে। গত বছরের নভেম্বর থেকে এই আইন কার্যকর হয়েছে।


যদিও, এসব নিয়ে ভীত নন লালুপ্রসাদ। তিনি জানিয়ে দেন, ফ্যাসিস্ত শক্তির বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। এদিন লালু বলেন, বিজেপির সাহস নেই যে তারা লালুপ্রসাদের কণ্ঠরোধ করবে। লালুর কণ্ঠরুদ্ধ হলে দেশজুড়ে কোটি কোটি লালু দাঁড়িয়ে পড়বে। আমি এসব ফাঁকা আওয়াজে ভয় পাই না।


পাল্টা লালু, তাঁর দুই মন্ত্রীপুত্র তেজস্বী ও তেজপ্রতাপের বিরুদ্ধেও প্রায় ১০০০ কোটি টাকা মূল্যের বেআইনি জমি-চুক্তিতে জড়িত থাকার অভিযোগ এনেছে বিজেপি। এই ব্যাপারে তারা কেন্দ্রের কাছে পৃথক তদন্তের দাবি জানিয়েছে।