নয়াদিল্লি: বেনামে বিপুল জমি এবং কর ফাঁকি সংক্রান্ত ১,০০০ কোটি টাকার মামলায় লালপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী ও তাঁর স্বামী শৈলেশ কুমারকে সমন পাঠাল আয়কর দফতর। জুন মাসের প্রথম সপ্তাহে তাঁদের তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার তদন্তে তাঁদের বয়ান রেকর্ড করা হবে।
দিল্লির বিজওয়াসন অঞ্চলে বেনামে একটি খামারবাড়ি কেনার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। সেই সংস্থার সঙ্গে লালুর মেয়ে-জামাইয়ের যোগ রয়েছে। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গত ১৬ মে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। সোমবার রাজেশ কুমার অগ্রবাল নামে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করেছে ইডি। বেনামে জমি কেনায় অভিযুক্ত সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে রাজেশের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের পরেই লালুর মেয়ে-জামাইকে সমন পাঠানো হল। আয়কর দফতরের আধিকারিকরা বলেছেন, বেনামি সম্পত্তি আইনে এই মামলার বিচার করতে চাইছেন।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, লালু এবং তাঁর দুই ছেলে ও মেয়ে হাজার কোটি টাকা বেনামী জমি দুর্নীতির সঙ্গে যুক্ত। এই দুর্নীতির তদন্ত হওয়া উচিত। লালু অবশ্য ট্যুইটে দাবি করেছেন, বিজেপি তাঁর মুখ বন্ধ করতে পারবে না। একজন লালুকে চুপ করাতে চাইলে কোটি কোটি লালু এগিয়ে আসবে। তিনি ভয় পাচ্ছেন না।
বেনামে জমি ও কর ফাঁকির অভিযোগে লালুর মেয়ে-জামাইকে সমন
Web Desk, ABP Ananda
Updated at:
24 May 2017 06:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -