নয়াদিল্লি:  নোট বাতিলের পর যে সব অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে বেশি টাকা জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখছে আয়কর বিভাগ। নোট বাতিলের পর


সত্তোরোর্ধ্ব ব্যক্তিরা তাঁদের অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করে থাকলে সেই অ্যাকাউন্টগুলি নতুন করে যাচাই করে দেখা হবে না। সাধারণ মানুষের ক্ষেত্রে এই সীমা আড়াই লক্ষ টাকা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক আধিকারিক বলেছেন,  আতঙ্কের কোনও কারণই নেই। ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ে অনেকেই তাঁদের কাছে থাকা পুরানো নোট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়েছেন। ওই অ্যাকাউন্টগুলির সব কটিরই তথ্য যাচাই  করা হচ্ছে না। কোন কোন অ্যাকাউন্টগুলি যাচাই করে দেখা হবে, সেগুলির একটা নির্দিষ্ট মাপকাঠি তৈরি করেছে আয়কর বিভাগ। এটা শুধু তথ্য যাচাই মাত্র। কাউকে দোষী হিসেবে চিহ্নিত করা এর উদ্দেশ্য নয়।

ওই আধিকারিক বলেছেন, ৭০ বছরের কম যাঁদের বয়স তাঁরা নগদে আড়াই লক্ষ টাকার বেশি জমা করে থাকলে সেক্ষেত্রে অনলাইনেই তথ্য যাচাই করা হচ্ছে। যাঁরা আড়াই লক্ষ টাকার বেশি জমা করেছেন, তাঁদের আয়কর দফতরের ওয়েবসাইটে গিয়ে আয়ের উত্স জানাতে হচ্ছে। আগের আয়কর রিটার্নের সঙ্গে জমা টাকার সামঞ্জস্য থাকলে তথ্য যাচাইয়ের কাজ সেখানেই শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র তথ্যে সামঞ্জস্যের অভাব হলেই এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থেকে আরও ব্যাখ্যা চাওয়া হবে।