নয়াদিল্লি: বিটকয়েনে যাঁরা লেনদেন করেছেন, তাঁদের কাছ থেকে সেই বিনিয়োগের জন্য কর আদায় করা হবে বলে জানালেন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) চেয়ারম্যান সুশীল চন্দ্র। তিনি আরও বলেছেন, এ বিষয়ে কয়েক লক্ষ নোটিস পাঠানো হয়েছে।
গতকাল বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, বিটকয়েন সহ সব ধরনের চোরাগোপ্তা লেনদেনই বেআইনি। এই ধরনের লেনদেন রোখার জন্য সবরকমের ব্যবস্থা নেবে সরকার। এরপরেই আজ সিবিডিটি চেয়ারম্যান বলেছেন, ‘গত ডিসেম্বরে বিটকেয়ন লেনদেন নিয়ে দেশজুড়ে সমীক্ষা চালানো হয়। এরপর আমরা বিটকেয়েনে বিনিয়োগকারীদের নোটিস পাঠিয়েছি। কয়েক লক্ষ নোটিস পাঠানো হয়। অনেকেই কর দিতে রাজি হয়েছেন। তবে অনেকেই অতীতে কর দেওয়ার সময় এই ধরনের বিনিয়োগের বিষয়টি উল্লেখ করেননি। বিটকয়েনে যে অর্থ বিনিয়োগ করা হয়েছে, তার উপর কর আদায় করা হবে।’
সিবিডিটি চেয়ারম্যান আরও বলেছেন, ‘আমার মনে হয় অর্থনীতি দারুণ জায়গায় আছে। তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় শেষ ত্রৈমাসিকে কর আদায় অনেক বেশি হবে। অর্থনীতির উন্নতি হওয়ার পাশাপাশি জিডিপি-রও উন্নতি হচ্ছে। ভারতীয় অর্থনীতিতে এখন নেতিবাচক দিক নেই। তাই আমার মনে হয় অর্থনীতির উন্নতি অব্যাহত থাকবে। ৩১ মার্চের মধ্যে আমাদের কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯.৮ লক্ষ কোটি টাকা। আশা করি আমরা সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাব।’
কয়েক লক্ষ নোটিস পাঠানো হয়েছে, বিটকয়েন লেনদেনে কর আদায় করা হবে, জানাল সিবিডিটি
Web Desk, ABP Ananda
Updated at:
02 Feb 2018 05:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -