নয়াদিল্লি: আয়কর দফতরের চক্কর কাটার দিন শেষ। খুবহ শীঘ্রই একটা ক্লিকেই স্ক্রুটিনি নোটিসের জবাব দেওয়া সম্ভব হতে চলেছে। খবরে প্রকাশ, খুব শীঘ্রই ই-ফাইলিং ওয়েবসাইটে এমন পরিষেবা চালু করতে চলেছে আয়কর বিভাগ। যেখানে স্ক্রুটিনির জন্য চাওয়া নথি ওয়েবসাইটে আপলোড করা সম্ভব হবে।


দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন, ধীরে ধীরে আমরা গোটা বিষয়টিকে এমন গড়ে তুলতে চাইছি, যাতে করদাতাদের সুবিধা হয়। যেমন, নতুন পরিষেবার ফলে, স্ক্রুটিনি অফিসার ও করদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগ কমে যাবে। ফলে  করদাতারা নিজেদের বাড়িতে বসেই সব নথি আপলোড করে দিতে পারবেন।


পাশাপাশি, এবার থেকে কোনও ব্যক্তিকে আয়কর স্ক্রুটিনি নোটিস পাঠানো হলে, তাঁর নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমেও অবগত করা হবে। এরপর, তিনি ই-ফাইলিং পোর্টালে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে পাঠিয়ে দেবেন।