নয়াদিল্লি: অর্থ মন্ত্রক জোর করে সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেট মিশিয়ে দেয়নি। তিনি স্বেচ্ছায় রেল বাজেট পেশ করেননি। এমনই দাবি করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তিনি বলেছেন, ভারতীয় রেলকে আরও কার্যকর ও লাভজনক করে তাঁর তোলাই লক্ষ্য।

১৯২৪ সাল থেকে ভারতীয় সংসদে রেল বাজেট ও সাধারণ বাজেট আলাদাভাবে পেশ করা হত। কিন্তু এবার সাধারণ বাজেটের সঙ্গেই পেশ করা হয়েছে রেল বাজেট। গত ১ ফেব্রুয়ারি দুটি বাজেটই পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর বক্তব্যের সঙ্গে একমত রেলমন্ত্রী। তিনি অর্থমন্ত্রী থাকলে একই মন্তব্য করতেন বলে জানিয়েছেন প্রভু।