এবার ন্যাশনাল কনফারেন্সের সভাপতির বিতর্কিত এই মন্তব্যের সমর্থনেই সওয়াল করলেন ঋষি কপূর। ঋষি টুইটারে ফারুককে উদ্দেশ্যে করে বলেন, ফারুক আবদুল্লাজি সালাম। আপনি যা বলেছেন সেটাকে পূর্ণ সমর্থন করেই বলছি, জম্মু কাশ্মীর ভারতের এবং পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। এই সমস্যা সমাধানের আর কোনও পথ নেই। চিরকালই চাঁচাছোলা কথা বলার জন্যে জনপ্রিয় কপূর খানদানের এই বংশধর। তবে মাঝেমধ্যেই তাঁর এই আক্রণাত্মক মন্তব্য করার জেরে তাঁকে তোপের মুখে পড়তে হয়। তবে তাতে নিজের মেজাজের বা কথা বলার কায়দায় তেমন কোনও পরিবর্তন আনতে নারাজ ঋষি।
ঋষি তাঁর টুইট শেষ করেছেন এই বলেই যে, একটা সত্যিকে দুদেশের সরকারেরই মেনে নেওয়া উচিত। এবং তিনি আসা রাখেন মৃত্যুর আগে তিনি একবার তাঁর নিজের জন্মস্থান পাকিস্তান ঘুরে দেখতে চান। পেশওয়ারে ভিটে রয়েছে কপূর পরিবারের। ঋষি চান, তাঁর বংশের পরবর্তী প্রজন্মের মানুষরা নিজেদের ভিটেকে একবার চাক্ষুস দেখুক।
পৃথ্বীরাজ কপূরের বাবা দিওয়ান বশেশ্বরনাথ কপূর প্রথম বাড়িটি বানান পেশওয়ারে, সালটা ১৯১৮ থেকে ১৯২২-এর মধ্যে। দেশভাগের পর কপূর খানদান ভারতে চলে আসে।