মুম্বই:  ২৪ ঘণ্টা আগে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই, এই মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা। তিনি বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের এবং সেটাই বাস্তব। ভারত-পাকিস্তানের মধ্যে যত যুদ্ধই হোক, বাস্তবের পরিবর্তন কোনওভাবেই সম্ভব নয়। গতকাল আবদুল্লা বলেছিলেন, স্বাধীন কাশ্মীর নিয়ে আলোচনা অর্থহীন। কারণ, উপত্যকার চারপাশ ঘেরা তিনটি পরমাণু ক্ষমতাসম্পন্ন দেশের দ্বারা। চিন, পাকিস্তান এবং ভারত। প্রসঙ্গত, আবদুল্লার মন্তব্যের মাত্র ২৪ ঘণ্টা আগেই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেন, স্বাধীন কাশ্মীর নিয়ে আলোচনা ভিত্তিহীন। এর কোনও বাস্তব গ্রহণযোগত্যা নেই।

এবার ন্যাশনাল কনফারেন্সের সভাপতির বিতর্কিত এই মন্তব্যের সমর্থনেই সওয়াল করলেন ঋষি কপূর। ঋষি টুইটারে ফারুককে উদ্দেশ্যে করে বলেন, ফারুক আবদুল্লাজি সালাম। আপনি যা বলেছেন সেটাকে পূর্ণ সমর্থন করেই বলছি, জম্মু কাশ্মীর ভারতের এবং পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। এই সমস্যা সমাধানের আর কোনও পথ নেই। চিরকালই চাঁচাছোলা কথা বলার জন্যে জনপ্রিয় কপূর খানদানের এই বংশধর। তবে মাঝেমধ্যেই তাঁর এই আক্রণাত্মক মন্তব্য করার জেরে তাঁকে তোপের মুখে পড়তে হয়। তবে তাতে নিজের মেজাজের বা কথা বলার কায়দায় তেমন কোনও পরিবর্তন আনতে নারাজ ঋষি।





ঋষি তাঁর টুইট শেষ করেছেন এই বলেই যে, একটা সত্যিকে দুদেশের সরকারেরই মেনে নেওয়া উচিত। এবং তিনি আসা রাখেন মৃত্যুর আগে তিনি একবার তাঁর নিজের জন্মস্থান পাকিস্তান ঘুরে দেখতে চান। পেশওয়ারে ভিটে রয়েছে কপূর পরিবারের। ঋষি চান, তাঁর বংশের পরবর্তী প্রজন্মের মানুষরা নিজেদের ভিটেকে একবার চাক্ষুস দেখুক।

পৃথ্বীরাজ কপূরের বাবা দিওয়ান বশেশ্বরনাথ কপূর প্রথম বাড়িটি বানান পেশওয়ারে, সালটা ১৯১৮ থেকে ১৯২২-এর মধ্যে। দেশভাগের পর কপূর খানদান ভারতে চলে আসে।