আমার প্রধানমন্ত্রী নোট বাতিল করতে চাপ দিলে ইস্তফা দিতাম: চিদম্বরম
Web Desk, ABP Ananda | 28 Oct 2017 08:51 PM (IST)
রাজকোট: নোট বাতিল নিয়ে ফের নরেন্দ্র মোদীকে তোপ পি চিদম্বরমের। প্রধানমন্ত্রী 'তড়িঘড়ি' জিএসটি ও তাঁর সাধের বুলেট ট্রেন প্রকল্প কার্যকর করতে চাইছেন বলে অভিযোগ তোলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শনিবার এখানে এক অনুষ্ঠানে দেশের অর্থনীতির হাল নিয়ে ভাষণ দেওয়ার ফাঁকে তিনি এও বলেন, আমার প্রধানমন্ত্রী আমায় বিমুদ্রাকরণ করতে বললে তাঁকে 'দয়া করে এটা করবেন না' বলে পরামর্শ দিতাম, তারপরও তিনি জোরাজুরি করতে থাকলে ইস্তফাই দিতাম! নোট বাতিল ও 'খুব তাড়াহুড়ো করে চালু করা' জিএসটিকে মোদী সরকারের 'দুটি বড় ভুল' বলে উল্লেখ করে চিদম্বরম বলেন, বিমুদ্রাকরণ ছিল একটি খারাপ ভাবনা। জিএসটি ভাল উদ্যোগ, তবে তড়িঘড়ি তা কার্যকর করা হল। প্রয়োজনীয় যত্ন, সাবধানতার সঙ্গে তা রূপায়ণ করা উচিত ছিল। ইউপিএ জমানার এই শীর্ষ মন্ত্রী জিএসটি-র হার ১৮ শতাংশে বেঁধে দেওয়ার সওয়াল করেন। জিএসটি-র কর কাঠামোয় একাধিক স্ল্যাব বা ধাপ রাখার বিরোধিতা করেন। স্থানীয় বনিক সম্প্রদায় আয়োজিত আলোচনাসভায় আমদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার দেওয়া হয়নি বলেও অভিমত জানান চিদম্বরম, পরিবর্তে ট্রেনের কামরার পরিচ্ছন্নতা বাড়ানো, নিরাপত্তা জোরদার করা, স্টেশনগুলির হাল ফেরানো, সিগন্যালিং ব্যবস্থা উন্নত করা, শহরতলির ট্রেন পরিষেবা ভাল করার ওপর জোর দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। চিদম্বরমের যুক্তি, এক পিঠের যাত্রায় ৬০০ লোকও হয়তো বুলেট ট্রেনে চাপবে না, আর এই প্রকল্পের জন্য জাপান থেকে প্রচুর ঋণ নিয়েছে সরকার। তা না করে সরকার বরং সেই অর্থ স্বাস্থ্য, শিক্ষায় ঢালতে পারত, যেটা মানুষ চায়। ১০-১৫ বছর বাদে বুলেট ট্রেন অগ্রাধিকার হওয়া উচিত ছিল, এখন নয়, বলেন তিনি। গুজরাত উন্নয়ন মডেলেরও নিন্দা করেন তিনি। চিদম্বরমের মন্তব্য, উন্নয়নের নামে উন্মাদনা চলছে। হিমাচল প্রদেশের সঙ্গেই গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা না করায় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তিনি।