নয়াদিল্লি: মহা ধুমধামের সঙ্গে দেশজুড়ে পালিত হচ্ছে ৮৪ তম বায়ুসেনা দিবস। এই উপলক্ষ্যে বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।
শনিবার টুইটারে বায়ুসেনাকে স্যালুট জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সকল আকাশ-যোদ্ধা ও তাঁদের পরিবারকে স্যালুট। দেশের আকাশকে সুরক্ষিত করার জন্য ধন্যবাদ। আপনাদের সাহসিকতায় দেশ গর্বিত।
বায়ুসেনাকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একটি বার্তায় তিনি বলেন, গত আট দশক ধরে বায়ুসেনার সক্ষমতা এবং সামর্থ্যের উদাহরণ তুলে ধরেছে বায়ুসেনা, তাতে দেশ গর্বিত।
[embed]https://twitter.com/narendramodi/status/784569719374348289[/embed]
তিনি যোগ করেন, ভারতের বায়ুসেনা অত্যন্ত পেশাদার এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত। একইসঙ্গে, বিভিন্ন সময়ে বায়ুসেনা যেভাবে ত্রাণ ও উদ্ধারকার্যে অংশ নিয়েছে, তারও ভূয়সী প্রশংসা করেন তিনি।
এদিকে, গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে সাড়ম্বরে শুরু হয়েছে এই বিশেষ দিনটির উদযাপন। সেখানে বর্ণাঢ্য প্যারেডে অংশগ্রহণ করে কয়েক’শ বায়ুসেনা কর্মী। পাইলটরা মাঝ-আকাশে বিভিন্ন কসরত দেখান। এএন-৩২ বিমান থেকে ঝাঁপ দেন প্যারাট্রুপার্সরা।
পাশাপাশি, অত্যাধুনিক বিমানের সঙ্গে একযোগে ভিন্টেজ বিমানগুলি উড়ে বায়ুসেনার ইতিহাসের বিবর্তন প্রদর্শন করে। বিভিন্ন দলের অ্যারোব্যাটিক পারফরম্যান্স দর্শকদের মন জয় করে নেয়।
পালিত হল বায়ুসেনা দিবস, শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2016 11:54 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -