‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ১১৪টি যুদ্ধবিমানের জন্য দরপত্র চাইছে বায়ুসেনা
Web Desk, ABP Ananda | 06 Apr 2018 06:00 PM (IST)
নয়াদিল্লি: ১১৪টি যুদ্ধবিমানের জন্য দরপত্র চাওয়ার প্রক্রিয়া শুরু করল ভারতীয় বায়ুসেনা। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় একটি বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই যুদ্ধবিমানগুলি তৈরি করবে একটি ভারতীয় সংস্থা। বায়ুসেনা সূত্রে খবর, সম্প্রতি ভারতেই উচ্চমানের প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তির সুবিধা নিয়ে আসার কথা ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এরপরেই ১১৪টি যুদ্ধবিমানের জন্য দরপত্র চাইছে বায়ুসেনা। ২০১৬ সালের সেপ্টেম্বরে ৩৬টি রাফালে কেনার জন্য ফরাসি সরকারের সঙ্গে চুক্তি করে কেন্দ্রীয় সরকার। বায়ুসেনা আরও ৩৬টি রাফালে চাইছে। তবে প্রতিরক্ষা মন্ত্রক এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বায়ুসেনার শক্তি বাড়ানোর জন্য আরও যুদ্ধবিমান দরকার। দেশেই ১১৪টি যুদ্ধবিমান তৈরি হলে নিঃসন্দেহে বায়ুসেনার শক্তি বাড়বে।