নয়াদিল্লি: চিনের মোকাবিলা করার ক্ষমতা রয়েছে ভারতীয় বায়ুসেনার। এমনটাই জানিয়ে দিলেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। তিনি যোগ করেন, একসঙ্গে দু’প্রান্তে যুদ্ধের চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত বায়ুসেনা।


বায়ুসেনা দিবসের প্রাক্কালে এদিন সাংবাদিক সম্মেলনে ধানোয়া জানিয়ে রাখেন, তাঁর বাহিনী পূর্ণ-যুদ্ধের জন্য প্রস্তুত। তবে, কোনও সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। দুপ্রান্তে সামন্তরাল যুদ্ধ নিয়ে বলতে গিয়ে ধানোয়া বলেন, আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।


গতমাসে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানান, দুপ্রান্তে সামন্তরাল যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত দেশকে। তাঁর মতে, পাকিস্তানের সঙ্গে ‘সমঝোতার’ কোনও অবকাশ নেই। কারণ সেদেশের সামরিক বাহিনী ও সরকার ভারতকে প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করে এসেছে। অন্যদিকে, চিনও নিজের পেশি-আস্ফালন শুরু করেছে।