ইটানগর ও নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৭ সামরিক কর্মী।
বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে,এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ চিন-সীমান্তের কাছে একটি প্রত্যন্ত শহরের কাছে ভেঙে পড়ে রুশ নির্মিত Mi-17 V5 কপ্টারটি। নিহতদের মধ্যে পাঁচজন বায়ুসেনা কর্মী, ২ জন স্থলসেনার। নিহতরা হলেন, উইং কম্যান্ডার বিক্রম উপাধ্যায়, স্কোয়াড্রন লিডার এস তিওয়ারি, মাস্টার ওয়ারেন্ট অফিসার এ কে সিংহ, সার্জেন্ট গৌতম ও সার্জেন্ট সতীশ কুমার। স্থলসেনার কর্মীরা হলেন, সেপাই ই বালাজি ও সেপাই এইচ এন ডেকা।
তাওয়াংয়ের পুলিশ সুপার এম কে মীনা জানান, কপ্টারটি তাওয়াংয়ের খিরমু হেলিপ্যাড থেকে রওনা দিয়েছিল। গন্তব্য ছিল ইয়াংসি। জানা গিয়েছে, ইয়াংসির সেনা ছাউনিতে কেরোসিনের জেরিক্যান পৌঁছে দিতেই রওনা হয়েছিল কপ্টারটি। নিহত সামরিক কর্মীদের দেহ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট উচ্চতা থেকে উদ্ধার করেছে বায়ুসেনা।
বায়ুসেনা জানিয়েছে, দেহগুলিকে প্রথমে খিরমু হেলিপ্যাডে এবং পরে তেজপুর বায়ুসেনা ঘাঁটিতে নিয়ে আসা হয়। পুলিশ ও জেলা প্রশাসনের একটি দল আরও তথ্য জোগাড় করার জন্য দুর্ঘটনাস্থলে যান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দিয়েছে বায়ুসেনা।