লখনউ: যুদ্ধবিমান অবতরণ করিয়ে সড়ক উদ্বোধন!
অবিশ্বাস্য হলেও সত্যি। এমনই ঘটল উত্তরপ্রদেশে। বায়ুসেনার ৬টি যুদ্ধবিমানকে অবতরণ করিয়ে আগরা-লখনউ সড়কের উদ্বোধন করা হল। এই প্রথম এমন ঘটনা ঘটল দেশের ইতিহাসে।লক্ষ্য, যুদ্ধের সময় এই সড়ককে রানওয়ে হিসেবে ব্যবহার করা।
সংবাদসংস্থা সূত্রে খবর, এদিনই খোলে ৩০২ কিলোমিটার দৈর্ঘ্যের ৬-লেনের আগরা-লখনউ এক্সপ্রেসওয়ে। উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, এই রাস্তার ফলে, দিল্লি ও লখনউয়ের মধ্যে যাত্রা সময় প্রায় ১২-১৪ ঘণ্টা কমার সম্ভাবনা।
প্রসঙ্গত, এই সড়কটি সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের স্বপ্নের প্রকল্প ছিল। আগামীকাল মুলায়মের জন্মদিন। তার আগের দিন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের উপস্থিতিতে এই সড়ক উদ্বোধম করেন মুলায়ম।
সেখানেই এদিন ভারতীয় বায়ুসেনার তিনটি মিরাজ ২০০০ এবং তিনটি সুখোই ৩০ যুদ্ধবিমান সড়ক ছুঁয়ে ফের উড়ে যায়। জানা গিয়েছে, সড়কটি এমন অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে যে, তাতে প্রয়োজনে যুদ্ধবিমানও অবতরণ করতে পারবে।