জলন্ধর: পঞ্জাবের জলন্ধরে মহড়া চালাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২৯ বিমান। তবে বিমানটির পাইলট নিরাপদে আছেন। দুর্ঘটনার ঠিক আগে তিনি ঝাঁপ দিয়েছিলেন। প্যারাশ্যুট ব্যবহার করে তিনি নীচে নামেন। পরে একটি রেসকিউ হেলিকপ্টার তাঁকে উদ্ধার করে।
ভারতীয় বায়ুসেনার তরফে একটি বিবৃতি দিয়ে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। প্রযুক্তিগত কারণেই মিগ-২৯ বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে জানানো হয়েছে। পাইলট বিমানটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানিয়েছে বায়ুসেনা। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ব্যবহৃত হয় সোভিয়েত আমলের মিগ-২৯ যুদ্ধবিমান। বম্বিং মিশনে যাওয়া অন্য জেট প্লেনের এসকর্ট হিসেবেও ব্যবহৃত হয় মিগ বিমান। এর আগেও একাধিকবার মিগ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে বিতর্কও হয়েছে খুব।
পঞ্জাবে মহড়ার সময় ভেঙে পড়ল মিগ-২৯, প্রাণরক্ষা পাইলটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 May 2020 05:38 PM (IST)
প্রযুক্তিগত কারণেই মিগ-২৯ বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে জানানো হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -